তাহিরপুরে নদী ভাঙ্গনে এলাকা পরির্দশনে বাবুল
তাহিরপুর সংবাদদাতা:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কেন্দুয়া নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেন তাহিরপুর উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বুধবার বিকাল ৪টায় উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের চতুর্ভূজ গ্রামের ব্রীজটি পরির্দশন করেন। এসময় সাথে ছিলেন,উত্তর বড়দল ইউনিয়নের যুবলীগ সভাপতি ও বাদাঘাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক হাজী মাসুক মিয়া,উপজেলার পিআইও কর্মকর্তা মিলন কান্তি রায়,দক্ষিন বড়দল চেয়ারম্যান আজহর আলীসহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন। কেন্দুয়া নদী ভাঙ্গনে ক্ষতিগস্থ পরিবার গুলোর প্রতি সমবেদনা জানিয়ে এসময় উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সবার সাথে কথা বলে কি ভাবে খুবেই তাড়াতাড়ি আর্থিক সহায়তা করা যায় সে বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি। এছাড়াও আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাতœক সহযোগী করার আশ্বাস দেন।
উল্লেখ্য,কেন্দুয়া নদীর ভাঙ্গনে বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মরমপুর গ্রামের রশিদ মিয়া,সাব্বির মিয়া,সালে আহমদ,বাদশা মিয়া,আফতন আলী,দুলাল মিয়া,সামায়োন মিয়া,বিল্লাল মিয়া,আইবনুর,সাজু মিয়া,মাফিকুল ইসলাম,দিরুল মিয়া,তাজুদ আলী,মুসলিম মিয়া,রমজান আলী,মালেখা বেগম।