তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির সময় আটক ৪
তাহিরপুর :: তাহিরপুরে সংসার হাওরে নৌপথে চাঁদাবাজির সময়ে একটি ইঞ্জিন নৌকাসহ ৪ চাঁদাবাজকে আটক করেছে র্যাব। জানাযায়, শনিবার সন্ধায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সংসার হাওরে কয়লা বোঝাই নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে র্যাব-৯। আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত ১ ইঞ্জিন চালিত নৌকা, নগদ টাকা, ৪টি সিমকার্ডসহ ২টি মোবাইলফোন জব্দ করে র্যাব। আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের তফুর আলীর ছেলে জোবায়ের আহমদ (২৪), দক্ষিন কুল গামের মৃত তাজ মাহমুদের ছেলে কামাল উদ্দীন, শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের খেলু মিয়ার ছেলে মো. আব্দুল কাহার (২৩) ও বেতাগড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে মো. সোলেমান (২৯)। শনিবার রাত সাড়ে ১২টার দিকে জব্দ করা মালামালসহ ওই চার আসামিকে তাহিরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব। সুনামগঞ্জ র্যাব-৯ এর লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, নৌপথে চাঁদাবাজি হচ্ছে এমন গোপান সংবাদ পেয়ে তার নেতৃত্বে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ৪ চাঁদবাজকে গ্রেফতার করা হয়।