তাহিরপুরে বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক
সুনামগঞ্জ :: তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও পানিবন্দি পরিবারের সাহায্যার্থে সুদুর ঢাকা থেকে সহায়তার হাত বাড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী। তার অর্থায়নে সোমবার(১৫জুলাই)সকাল ৯টা থেকে বিকাল ৫টায় পর্যন্ত তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর,সাহেবনগর,পন্ডুপ,মারালা গ্রামসহ বিভিন্ন গ্রামের বন্যায় পানি বন্দী ও ক্ষতিগ্রস্থ ৫০০শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,চিড়া,মুড়ি,গুড়,খাবার স্যালাইন ও জরুরি ওষুধ বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,উদিমান উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মবিনূর শার্হ,মোনায়ম শরীফ,রোমান আহমেদ তুষা,আহমাদুল হাসান,মনিরাজ শার্হ,আবিকুল,আসমাইল,বাঁধন,পুলক,তপু দেবনাথ প্রমুখ। উদীয়মান উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ জানান,কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী ভাই তাহিরপুরের অসহায় পানি বন্ধি ও বন্যায় ক্ষতিগ্রস্থদের খবর শুনে তাদের পাশে দাড়াঁনোর জন্য আমাদের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমিসহ আমার সকল বন্ধু ও ছাত্রলীগকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত অসহায় মানুষগুলোর পাশে দাড়াবার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্থ ও পানি বন্ধি সবাই ত্রান পেয়ে অনেক খুশি হয়েছেন এবং ভাইয়ের জন্য দোয়া করেছেন। আশা করি ভাই আগামীতেও এভাবেই সব সময় অসহায় মানুষের পাশে থাকবেন।