তাহিরপুরে ভারতীয় গরুর চালান আটক
তাহিরপুর :: তাহিরপুর সীমান্ত সংলগ্ন দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওর থেকে চৌরাই পথে আসা ভারতীয় ৩৯টি গরু পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আটক করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ইঞ্জিন চালিত নৌকাসহ এসব গরু আটক করে এবং রাত সাড়ে ৭টায় আটককৃত গরুগুলো নিলামে বিক্রয় করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সীমান্ত এলাকার বারেকটিলা, চানঁপুর, লাকমা, লালঘাট, চারাগাও, জঙ্গলবাড়ী, লামাকাটা, বিরেন্দ্রনগর ও মহেশখলাসহ বেশ কয়েকটি স্পট দিয়ে প্রতিদিনের ন্যায় চোরাচালানাীরা ভারতীয় গরু এনে নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওর দিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান থানা পুলিশের সহাতায় টাঙ্গুয়া হাওর থেকে এসব গরু নৌকাসহ আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানাীরা পালিয়ে যায়। পরে ট্যাকেরঘাট রেস্ট হাউজে পুলিশ, বিজিবি ও কাষ্টমের উপস্থিতিতে জনসম্মুখে এসব গুরু নিলাম দেয়া হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ভারতীয় চোরাই গরুগুলো আটক করে জনসম্মুখে ৫লাখ ৯৬ হাজার ৬শ টাকা নিলাম বিক্রয় করা হয়।