তাহিরপুরে মেয়েকে আত্মহত্যা প্ররোচনার দায়ে মা-বাবা গ্রেফতার
তাহিরপুরে কলেজ পড়ুয়া মেয়েকে আত্মহত্যার প্ররোচনার দায়ে সৎ মা ও বাবা কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সৎ মা মোছা. ইয়াসমিন আক্তার ও বাবা সরুজ মিয়া ওরপে সরুজ সর্দ্দার। বুধবার সন্ধার পর তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।বুধবার দুপুরে নিহতের মামা আনোয়ার হোসেন রতন বাদী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাহিরপুর থানায় একটি মামলা করলে পুলিশ তাদের আটক করে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজের ছাত্রী শাউদি আক্তার শারমিনের ঝুলন্ত অবস্হায় তার লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্হলে এসে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠায়।শারমিনের মামা আনোয়ার হোসেন রতন জানান, সৎ মা ও বাবার অত্যার সহ্য করতে না পেরে আমার ভাগনি মারা গেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, নিহতের মামা অাত্মহত্যার প্ররোচনার দায়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তার মা ও বাবাকে গ্রেফতার করেছে।