তাহিরপুরে ৫ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত
তাহিরপুর :: তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে ৩টি দোকান থেকে ৫লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জল জব্দ করে আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আলী হোসেন নামে এক ব্যাবসায়ীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল গুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ তাহিরপুর থানা পুলি। এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, জব্দকৃত কারেন্ট জাল গুলো দুপুরে জনসম্মুখে উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।