সাজ্জাদ হোসেন শাহ্-

মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোরে সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আলমখালী হাওররক্ষা বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে উপজেলার দ্বিতীয় বৃহৎ হাওর মাটিয়াইন হাওরের ৫ হাজার হেক্টর বোরো জমির ফসল।এছাড়াও গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও হাওররক্ষা বাঁধে নিম্নমানের কাজের কারণে উপজেলার ৫টি ইউনিয়নের ছোট-বড় ১৫টি হাওরের বোরো জমির ৫ হাজার হেক্টর ফসল পানির নিচে সম্পূর্ণ তলিয়ে গেছে। উপজেলার সবচেয়ে বৃহৎ হাওর শনি রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। যেকোন সময় পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন হাওরবাসী।
তলিয়ে যাওয়া হাওরগুলি হচ্ছে- দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোহালিয়া, গলগলিয়া, নোয়াহাল, কলমা, উলান, উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন, লতিবপুর, গনিয়াকুড়ী, নাইন্দাবিল, উত্তর বড়দল ইউনিয়নের গোলাঘাট ও উত্তর বাদাঘাট ইউনিয়নের বলদার হাওর ও লোবার হাওরসহ প্রায় ১৫টি। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম জানিয়েছেন- আমাদের হিসেব অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের ছোট-বড় মিলিয়ে ১৫টি হাওরের ৮ হাজার ৫শ’ হেক্টর বোরো জমির ফসল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও ৫০ হেক্টর বোরো জমির ফসল বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন- স্থানীয় লোকজনকে নিয়ে টানা কয়েকদিন দিনরাত পরিশ্রম করেও শেষ রক্ষা করা গেলনা মাটিয়াইন হাওরের। এখন শুধুমাত্র বাকি রয়েছে উপজেলার সর্ববৃহৎ শনির হাওর। এ হাওরের অবস্থাও খুব একটা ভাল নয়। একদিকে বাঁধ মেরামত কাজ শেষ হতে না-হতেই অন্যদিকে শুরু হয় ভাঙন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn