তাহিরপুর সীমান্ত দিয়ে আবার ভারত থেকে কয়লা আমদানী শুরু
bartaadmin
ডিসেম্বর ২৩, ২০১৭
তাহিরপুর সীমান্ত দিয়ে আবার ভারত থেকে কয়লা আমদানী শুরু২০১৭-১২-২৪T০২:০১:৪৮+০০:০০
তাহিরপুর উপজেলা, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত
তাহিরপুর :: তাহিরপুর সীমান্তের বড়ছড়া, চাড়াগাও – বাগলী কয়লা শুল্কষ্টেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবার কয়লা আমদানী শুরু হওয়ায় কয়লা ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে হাসি ফুটেছে। ২০১৪ সালে ভারতীয় আদালত কয়লা রপ্তানী বন্ধ করে দিলে কয়লা ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে মধ্যে হতাশা দেখা দেয়। গত ১৪ ডিসেম্বর শুল্কষ্টেশন দিয়ে আবার কয়লা আমদানী শুরু হওয়ায় স্থানীয় কয়লা ব্যবসায়ীদের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। তবে অনেক কয়লা ব্যবসায়ী বলছেন, বর্তমানে ভারতীয় কয়লা ব্যবসায়ীরা বেশী মূল্যে বাংলাদেশে কয়লা বিক্রি করছে। এই মূেল্য কয়লা ক্রয় করলে বাংলাদেশী কয়লা ব্যবসায়ীরা লোকশানে পড়বেন। তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপ সূত্রে জানা যায়, ২০১৪ সালে ভারতীয় আদালতের নির্দেশ ক্রমে কয়েক দফা কয়লা রফতানি নিষেধাজ্ঞার পর শর্ত স্বাপেক্ষে উত্তেলিত কয়লা রফতানির সুযোগ দেয় এইসব শুল্কষ্টেশন দিয়ে। সর্বশেষ তাহিরপুর সীমান্তের বড়ছড়া, চারাগাঁও, বাগলী কয়লা শুল্কস্টেশন দিয়ে গত বৃহস্পতিবার থেকে আগামী ৪ মাসের জন্য ভারত থেকে বাংলাদেশে কয়লা রফতানির সুযোগ দেয় ভারতের পরিবেশবাদী আদালত।
জানা যায়, ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয় সরকারকে অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ প্রদান করেন। একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মুখ্যসচিব এ ব্যাপারে প্রতিটি জেলায় ১৪৪ দ্বারা নির্দেশ জারি করেন। এই নির্দেশে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। এরপর থেকে তাহিরপুর সীমান্তের তিন শুল্কস্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ হয়ে যায়। পরে ভারতীয় রফতানিকারকরা আইনী লড়াই করে প্রথমে উত্তোলিত কয়লা রাজস্ব জমা দিয়ে ২ মাস রফতানি করার সুযোগ পান। পরবর্তীতে সময় ৪ দফায় বাড়িয়ে ৭ মাস কয়লা রফতানি করার পর গত ১৬ মে রফতানি কার্যক্রম আবার বন্ধ হয়ে গেলে বড়ছড়া, চারাগাঁও ও বাগলী কয়লা শুল্কস্টেশনের প্রায় ৭শ’ আমদানিকারক বেকায়দায় পড়েন এবং বেকার হয়ে পরেন সীমান্তবর্তী কয়েক হাজার কয়লা শ্রমিক। অবশেষে গত বৃহস্পতিবার ভারত থেকে ফের কয়লা আমদানি শুরু হওয়ায় আমদানিকারক, শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে হাসি ফুটে উঠেছে। তাহিরপুর কয়লা আমদানীকারক সমিতির আন্তজার্তিক সম্পাদক আবুল খায়ের জানান, বর্তমানে এখানে কয়লার মূল্য একটু বেশী হলেও এইসব শুল্কষ্টেশনের কয়লার গুনগত মান খুবই ভাল। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ এর সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার জানান, মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার এসোসিয়েশনের দায়িত্বশীলরা উত্তোলিত কয়লার রয়েলিটি জমা দেয়ায় আরও ৪ মাস কয়লা রফতানি করার সুযোগ দিয়েছেন ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তিনি বলেন, কয়লা আমদানী হওয়ায় সমিতির ৭শ কয়লা ব্যবসায়ীসহ জেলার কয়েক লাখ মানুষের মুখে হাসি ফুঠেছে।
সংবাদ টি পড়া হয়েছে :
২৬৩ বার