তিন দফা বাস্তবায়ন চায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন
একে কুদরত পাশা- অবিলম্ভে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু, বাঁদ তদারকিতে সেনাবাহিনী অর্ন্তভূক্ত ও বাঁধ দুর্নীতির সাথে জড়িত ব্যাক্তিদের পিআইসি থেকে বাতিল এ তিন দাবিকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ ও জামালগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। বুধবার দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলার পাগলা বাজর ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে তারা। হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক প্রবীন মুরব্বি সৈয়দ সবুর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুল হক মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সিনিয়র সদস্য সালেহীন চৌধুরী শুভ, কোষাধ্যক্ষ প্রদীপ পাল, গণসংযোগ বিষয়ক সম্পাদক শহীদ নূর আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রাধীকা রঞ্জন তালুকদার, জসিম উদ্দিন, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, আবু সাঈদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সদস্য এনামুল কবির, জিয়াউর রহমান। কক্তব্যে বক্তারা বলেন, অনতি বিলম্বে বাধের কাজ শুরু করতে হবে। বাধের কাজে তদারকি করতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং দূর্নীতিবাজ পিআইসিদের বাধের কাজ থেকে বাদ দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, কামাল হোসেন, নগেন্দ্র কুমার দাশ, আবদুর রহমান, ফখর উদ্দিন, আবদুস সোবহান, বাহা উদ্দিন ইকবাল, আকিক মিয়া, আবদুল মোকাব্বির খোকন, কমর আলী, মাহমদ আলী, গণমাধ্যমকর্মী শহিদ মিয়া, শফিকুল ইসলাম, আলাল হোসেন, নওরোজ আরেফিন নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ ও শাহাদাত হোসেন প্রমূখ। অপর দিকে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের জামালগঞ্জ শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইউসুফ আল আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শাখার যুগ্ন আহবায়ক জুলফিকার চৌধুরী রানা, শাহাব উদ্দিন, বাবুল মিয়া, সিমা তালুকদার, কাশেম আখঞ্জী, ইকবাল আল আজাদ, মকবুল আফিন্দী, আবু তাহের তালুকদার, মো. শিরিন তালুকদার, মো. মানিক মিয়া, কবি আলী হোসেন রাজা, আরিফ আলম লিমন প্রমূখ।