টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি উঠে এলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর কাতারে। রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন তিনি। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির পরই শপথ নিয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গডকড়ী, বিজেপি সভাপতি জেপি নড্ডা, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, মনোহরলাল খট্টর। অনুষ্ঠানে মোট ২৯ জনের শপথ নেওয়ার কথা রয়েছে। তবে এ সময় পুরো মন্ত্রিপরিষদ শপথ নেবে না। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ সাতটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানেরা রয়েছেন। এবারের লোকসভা নির্বাচনে ২৯২টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে তারা চাপে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn