নোয়াখালীর বেগমগঞ্জে থানায় অভিযোগ করায় মো. রাশেদ (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৯ আগস্ট) বিকালে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা হলো মো. রবিউল হোসেন রবিন, আবুল হোসেন ও সোলাইমান। মামলার ৫, ৭ ও ৮ নম্বর আসামি তারা।এর আগে, রবিবার রাতে নিহতের বাবা তাজুল ইসলাম ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। রাতেই তিন আসামিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেগমগঞ্জ থানায় অভিযোগ করায় মো. রাশেদকে রবিবার বেলা ১১টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামে গুলি করে হত্যা করা হয়। রাশেদ আলাইয়ারপুর গ্রামের শেয়ার বাড়ির তাজুল ইসলামের ছেলে।

রাশেদের মা পূর্ণিমা বেগম বলেন, রাশেদ ঢাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতো। লকডাউনের কারণে কিছুদিন আগে বাড়িতে আসে। ৫-৬ দিন আগে চোখে টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে রাশেদের সঙ্গে একই এলাকার বেচু মিয়ার ছেলে রুবেলের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সহযোগীরা রাশেদকে তিন দফায় মারধর করে। পরে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করতে আসে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে রুবেলের সহযোগী শাকিল, সুজন, আকবর, মারুফ ও মঞ্জুসহ তাদের সহযোগীরা রাশেদের চাচা লোকমান হোসেনকে মারধর করে। শনিবার রাত ১০টার দিকে নিখোঁজ হয় রাশেদ। সকালে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn