দক্ষিণ সুনামগঞ্জে ‘৩৩৩’তে কল করে খাদ্যসহায়তা পেলেন ৮টি পরিবার
দক্ষিণ সুনামগঞ্জ :: জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলো দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের অসহায় ৮ টি পরিবার। জানা যায়, জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের ৮ জন ব্যক্তি ৩৩৩ এ কল করে জেলা প্রশাসকের নিকট জানান, তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের আবেদন আমলে নিয়ে জেলা প্রশাসন থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উক্ত আট ব্যক্তির তালিকা পাঠানো হয়। তালিকা পাওয়ার পরপরই বৃহস্পতিবার (১৪ মে) সকালে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। পরে উপজেলা প্রশাসন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল, এবং প্রয়োজনীয় আলু ও পেঁয়াজ পৌঁছে দেওয়া হয়। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের তথ্য যাচাই-বাছাই করে খাদ্য পৌঁছে দেয়া হয়েছে।