দক্ষিণ সুনামগঞ্জ: ইউপি সদস্যার বিরুদ্ধে ত্রাণ নিয়ে স্বজনপ্রীতি’র অভিযোগ
অকাল বন্যায় ফসলহারা কৃষকদের পুনর্বাসনের জন্য সরকার সারাদেশে খোলা বাজারে চাল ও আটা বিক্রি ওএমএস, জিআর, ভিজিডি, ভিজিএফ কার্যক্রম চালু করেছে। কৃষকদের নগদ ৫শ’ টাকা ও ৩৮ কেজি চাল বিতরণে কৃষকদের সহায়তা কার্ড চলতি মাসে জয়কলস ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পুষ্প বেগমের নামে কৃষি সহায়তা কার্ড ৯০টি বরাদ্দ দিলে ইউপি সদস্যা পুষ্প বেগম আসামপুর গ্রামের অসহায় হতদরিদ্র ও নিম্নআয়ের কৃষকদের মাঝে বিতরণ না-করে নিজের পরিচিত ও নিকটাত্মীয় স্বজনদেরকে কৃষি সহায়তা কার্ড বিতরণ করেন। এতে আসামপুর গ্রামের শতাধিক দুস্থ কৃষকদের মধ্যে সাহেব আলী, গুলজার আলী, আব্দুল কাহার, শেফালী বেগমসহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবিরের অফিসে উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। ইউপি সদস্যা পুষ্প বেগমের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান- আমি কোন স্বজনপ্রীতি করিনি। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির ইউপি সদস্যা পুষ্প বেগমের বিরুদ্ধে অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।