সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার  একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ধারণা এই বাড়িতে জঙ্গি রয়েছে। শুক্রবার ভোর থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সকাল ১০টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। তিনি বলেন, ওই বাড়িতে নারী জঙ্গিসহ একাধিক জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তবে ঠিক কতো জন জঙ্গি আছে, তা এই মুহুর্তে বলা যাবে না। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িটির নাম ‘আতিয়া মহল’। বাড়ির মালিক উস্তার আলী। চারতলা ও পাঁচতলা দুটি ভবন রয়েছে। চার তলার দ্বিতীয় তলায় জঙ্গিদের আস্তানা থাকতে পারে বলে পুলিশের ধারণা করছে ।

অভিযান শুরু হবে সোয়াত এলেই

bbসিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে সোয়াতের সদস্যরা ঢাকা থেকে সিলেট পৌঁছলেই। শুক্রবার সকাল ১০টা ৫৫মিনিটের সময় এ তথ্য দৈনিকসিলেটডটকমকে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা। তিনি বলেন ভিতরে একাধিক নারী-শিশু থাকতে পারে তাই চুড়ান্ত অভিযানের আগে আমরা তাদেরকে আত্মসর্মপনের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন ওই বাড়িতে নব্য জেএমবির শীর্ষ নেতা মুসা ও নারী জঙ্গি মর্জিনা রয়েছে বলে আমরা ধারণা করছি। ঢাকা-চট্টগ্রামের ওই অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা। শুক্রবার ভোর রাতে ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেড চার্জ করে বলে স্থানীয়রা বলেছেন। তারা বলেন  কয়েক দফা গুলি গ্রেনেডের শব্দ তারা শুনেছেন।

জানা যায়, শুক্রবার ভোরে শহর থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরের পাঁচ তলার ওই বাড়িটি ঘিরে ফেলে ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে সিলেট মহানগর পুলিশের একটি দল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn