আবারও আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠল সিরিয়ার দামেস্ক। শনিবারে সংঘটিত এই হামলায় নিহতের সংখ্যা অন্ততঃ ৪০ জন। আহত হয়েছেন একশোরও বেশি। নিহতদের বেশির ভাগ ইরাকি তীর্থযাত্রী। তবে এখনও কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। শহরের বাব মুসাল্লা এলাকায় বাব আল-সাগির কবরস্থানের কাছে এই জোড়া হামলার ঘটনা ঘটে। দেশটির অন্যতম প্রাচীন কবরস্থান এটি। অনেক বিশিষ্ট ধর্মীয় নেতার সমাধিস্থল রয়েছে এখানে। বিশেষ করে শিয়া মতাবলম্বীদের কাছে একটি পূণ্যস্থান বলে জায়গাটি পরিচিত। ইরাকি গণমাধ্যমগুলোও বলছে, নিহতদের মধ্যে ৪০ জন ইরাকি নাগরিক। এর মধ্যে আরবের পর্যটকও ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কবরস্থানের কাছেই নিজেদের শরীরে বোমা বিস্ফোরণ ঘটায় দুই জঙ্গি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আল-শার স্থানীয় হাসপাতালে ভর্তি হওয়া আহতদের খোঁজ-খবর নিয়েছেন। তিনি জানান, এই হামলায় নিহতের সংখ্যা অন্তত ৪০ জন। আততায়ীদের লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও পর্যটকরা।

উল্লেখ্য, ২০১৬-তেও সিরিয়ার এক শিয়া ধর্মস্থানে বিস্ফোরণ ঘটিয়েছিল আইএস।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn