দারিদ্র থেকে আমরা মুক্তি চাই : শিক্ষামন্ত্রী নাহিদ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মানুষ। স্বাধীনতার মূলে ছিল দারিদ্রমুক্ত, বৈষম্যমুক্ত, স্বাধীনভাবে জীবন যাপন করা। কিন্তু আমরা এখন দারিদ্র, অভাব, অনটন, ক্ষুধা, দুর্ভিক্ষ, অনাহার জর্জরিত। এখনও আমরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছি, এই সব থেকে আমারা মুক্তি চাই।
শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সমাজকর্মী ও তরুণ সংগঠক শামীমা বেগমের উদ্যোগে ৪ হাজার টাকা করে ৫৪ জন অসহায় দুস্তদের মাঝে ২ লাখ ১৬ হাজার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি বলেন, শামীমা বেগম দরিদ্র মানুষের কথা চিন্তা করে। তার পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ১০লাখ টাকার অনুদান ঘোষণা করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসার দাবিদার। এই প্রজেক্ট বাস্তবায়নে আমরা সবাইকে শামীমা বেগমকে সহযোগিতা করবো। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবো। তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের কোন গ্রাম বিদ্যুৎহীন থাকবে না। শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, শিল্প কলকারখানসহ সার্বিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস্ ইউএসএ’র ও মিশিগান এস্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শান্ত দেবের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহরিয়ার কবির সেলিম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হাসান চৌধুরী সুহেল, তরুণ সমাজকর্মী যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমা বেগম, সমাজকর্মী এমদাদ রহমান স্বপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা এমদাদ রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুর আহমদ সফু, যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সাইফুর রহমান সালাহ উদ্দিন পারভেজ, জাওয়াদ ইবনে জাহিদ খান, শাক্কুর আহদ জনি, কামরান হোসেন খান, সাদেক আহমদ খান খোকন, ইবাদ আহমদ দিনার, যুবলীগ নেতা রেদওয়ান আহমদ চৌধুরী রাহি প্রমুখ।