দিরাই:শ্যামারচরে ৭ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ১১টার দিকে এ অগ্নিকেণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া জানান, সকাল ১১টার দিকে বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের সুনীল বাবুর দোকান, মুখলেছ মিয়ার, সবুজ মিয়ার, অদু, কবির আলী আমজাদ ও আমার দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী কয়েক ঘণ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ কমপক্ষে এক কোটি টাকা হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।