সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত ট্রিপল মার্ডার মামলার ৪ বছর পর দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাগীব নূরের আদালতে তারা আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতে আত্মসমর্পণকারীরা হলেন, মামলার আসামি দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া ও তাজবিদ মিয়া।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক বদরুল আলম বলেন, দিরাইয়ের আলোচিত তিন খুনের মামলার আসামি দুইজন আত্মসমর্পণ করেছেন, আদালত তাদের জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া ঘোড়ামারা সাতপাকিয়া জলমহালের মালিকানা নিয়ে বিরোধে উজ্জ্বল, তাজুল ও শাহারুল নামে ৩ জন নিহত হয়। পরে এই হত্যার ঘটনায় আদালতে মামলা করা হয়। এ সময় মামলায় আসামি করা হয় দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাবেক মেয়র মোশাররফ মিয়ার দুই ছেলে উজ্জ্বল মিয়া ও তাজবিদ মিয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn