দিরাই::দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আধিপত্য ও জলমহালের জমাকৃত অর্থ কে কেন্দ্র করে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।  জানা যায় মোসাহিদ চৌধুরী, আমজাদ আলী, উমর আলীর লোকজন ও ইউপি সদস্য খোরশেদ, দিলহক, আব্দুল জব্বার এর লোকজনদের মাঝে সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধুরাপুর গ্রামের জলমহাল ও গ্রামবাসীর জমাকৃত অর্থ আত্মসাতের অভিযোগে কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের আহতরা হলেন- নুরুল হক(৩৫), আব্দুল জলিল (৫০),কবির মিয়া(৪৮), নুরুল হক (৫০), ফখরুল ইসলাম(২২), নুর সাহেদ(৫৫), আজিজুর রহমান(৫৫),তানজিম মিয়া (৬০), নুরুল আমিন (২৫), আব্দুর রউফ(৫২), রাজু (২৬),মাজু (২৫), ছবির মিয়া(৩৫), কবির হোসেন (৪০),জামাল উদ্দিন (৪০), ঈমান আলী (৪৫), সুজেল মিয়া(২২), ছায়াতুন বেগম ৪৫),সুজন মিয়া (৪২),কাশেম (৩২), মফিল (৪়০),জামাল মিয়া(২৬), সাবাজ নুর (৫০), সাহিদ(২৬),সুনু মিয়া(২৫), আতিবুল (২৮), আরাফাত (১৫), দিলহক (২৪), আব্দুল হক(৩০),লায়েক মিয়া (৫০), জাহান (৩০), সুমন (২৬)। দিরাই সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিজানুর রহমান বলেন উভয় পক্ষের অন্তত ৩০ জন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বাকী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn