দিরাইয়ে পৌরসভার মেয়র মোশারফ মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া ও তার সমর্থকদের হাতে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। রোববার রাতে পৌর এলাকার সেন মার্কেটের সামেনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় স্থানীয় সাংবাদিক ইমরান হুসাইনও আহত হয়েছেন।  জানা যায়, রোববার রাত সাড়ে ৮ টার দিকে করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের লন্ডন প্রবাসী জাবেদ সরদার মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথে সেন মার্কেটের সামনে  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার সঙ্গীয় ছেলেরা লন্ডন প্রবাসীর ওপর আক্রমণ চালায় ও ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। হামলায় প্রবাসী জাবেদ মিয়া, তার ভাগ্নে জামিল আহমেদ, ব্যবসায়ী হেলাল মিয়া, মাহবুব মিয়া আহত হয়। এসময় উপস্থিত জনতা ও টহল পুলিশ ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর পৌর মেয়রের ছেলে উজ্জল মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ীদের উপর হামলা করার জন্য এরা আবার সেন মার্কেটের সামনে আসে। এসময় ছবি তুলার চেষ্টা করলে দৈনিক নয়াদিগন্তের দিরাই-শাল্লা প্রতিনিধি ইমরান হোসাইনের উপর হামলা চালায় তারা। রডের আঘাতে গুরুতর আহত হলে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে।  ঘটনার সময় ৫০ গজ দূরে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখেছেন স্থানীয়রা।  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া বলেন,‘আমি কারও সাথে ঝগড়া-বিবাদ বা মারামারি করিনি। শুনেছি রাতে সেন মার্কেটের সামনে কারা হাতা-হাতি করেছে। এসময় নয়া দিগন্তের সাংবাদিককে নাকি ধাক্কা দিয়েছে। আমি বা আমাদের কেউ এসব ঘটনার সাথে জড়িত নই। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। ’ দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারও কাছ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn