দিরাই :: সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র বিশ্বজিৎ রায়। বুধবার দুপুরে পৌর ভবনে বিদায়ী মেয়র মোশাররফ মিয়ার কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় বিদায়ী মেয়র মোশাররফ মিয়া নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ কে আনুষ্ঠানিক ভাবে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। এর আগে, গত ২৮ ডিসেম্বর ২০২০ তারিখ দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ রায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন প্রথমবারেরমতো দিরাই পৌরসভার ভোটাররা ইভিএম পদ্ধতির মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে নৌকা প্রতীক ১৫৩ ভোটে বিজয়ী হয়। নৌকা প্রতীকের প্রাপ্ত মোট ভোট ৫৯১০, জগ প্রতীকের প্রাপ্ত মোট ভোট ৫৭৫৭, ধানের শীষ প্রতীকের প্রাপ্ত মোট ভোট ১৯৬০। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল মতে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাহার বানু, মিনতি রানী দাস ও মোছা. হেলেনা বেগম নির্বাচিত হন।

কাউন্সিলর পদে নির্বাচিত হন- ১নং ওয়ার্ডে আশরাফ আহমেদ, ২নং ওয়ার্ডে এবিএম মাসুম প্রদীপ (দ্বিতীয়বার), ৩নং ওয়ার্ডে রেজাউল করিম , ৪নং ওয়ার্ডে জুয়েল মিয়া, ৫নং ওয়ার্ডে রবীন্দ্র বৈষ্ণব, ৬নং ওয়ার্ডে পংকজ পুরকায়স্থ অমর (দ্বিতীয়বার), ৭নং ওয়ার্ডে লিটন রায়, ৮নং ওয়ার্ডে আবুল কাশেম, ৯নং ওয়ার্ডে লিয়াকত হোসেন। মেয়র পদে মোট ৮জন প্রার্থী, কাউন্সিলর পদে ৩৯ জন ও নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী জয়ের জন্য ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn