করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে কঠোর অবস্থান রয়েছে দিরাই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১ জুলাই) দিনব্যাপী পৌর শহরের টহল জোরদার করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব ও থানা পুলিশ।
এসময় লকডাউনে দোকান খোলা রাখার দায়ে ৫ দোকান মালিক ও মাস্ক না থাকায় একাধিক মানুষকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে সচেতনতামূলক মাইকিং করেন সেনা সদস্যরা।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে পুলিশ বাহিনী তৎপর রয়েছে। যে কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। তিনি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হতে ও স্বাস্থ্যবিধি মানতে সকালের প্রতি আহবান জানান।
সংবাদ টি পড়া হয়েছে :
১২৬ বার