দিরাইয়ে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা
হিল্লোল পুরকায়স্থ, দিরাই :: আর মাত্র হাতে গুনেই কিছু দিন পরই আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর সেই ঈদ কে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন মার্কেট। মা-বাবা-ভাই-বোনসহ পরিবারের সবাই ঈদের জন্য পছন্দসই পোশাক, জুতা, প্রসাধনী কিনতে দিরাই পৌরশহরের সেন মার্কেটের বিভিন্ন দোকানে ভিড় করছেন। বরিবার পৌরসদরের সেনমার্কেটে সরেজমিন ঘুরে এমনটাই দেখা যায়। ব্যবসায়ী রাজু দাস জানান, কয়েকদিন আগেও মার্কেটে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা দেখা মিলেনি। ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতাদের উপস্থিতি ও বিকি ততো বাড়ছে । এদিকে পৌরশহরের বিভিন্ন ব্যবসায়ীরা জানান, ঈদ ঘনিয়ে আসাতে বেচাকিনা একটু বেড়েছে, বেশি দেখা যাচ্ছে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের। তবে দেখা যাচ্ছে না কৃষি নির্ভর পরিবারের সদস্যদের। আর গরীব ক্রেতারা সাশ্রয়ী দামে কাপড় কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছে। কয়েকজন ক্রেতা জানান, গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম বেশী। তারপরও সবারই লক্ষ্য পরিবার পরিজনের জন্য নতুন কাপড় কেনা। তাই এই দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।