দিরাইয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুক্রবার (০৫ মে) বিকেল ৩ টায় পৌর শহরের উপজেলা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন- !হাওরের ফসল হারা কৃষকের যখন হাহাকার চলছে, তখনি হতাশাগ্রস্ত কৃষকদের সার্বিক সহায়তা এগিয়ে এসেছেন কৃষকবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই ভিজিএফ, ভিজিডি, নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ শুরু হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকের দুর্যোগের সুযোগে একটি মহল রাজনৈতিক সুযোগ নিতে মিথ্যাচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে।” সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার আহŸান জানান আওয়ামী লীগ নেতারা।
বক্তারা বলেন- “আমাদের নবনির্বাচিত সাংসদ ড. জয়া সেনগুপ্ত দিরাই-শাল্লার ত্রাণ বিতরণ প্রক্রিয়া তদারকি করছেন। ত্রাণ বিতরণ সুষ্ঠুভাবে পরিচালনা করতে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ত্রাণ বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে। সবার সহযোগিতায় আমরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের সাহায্য পৌঁছে দিতে চাই।” বক্তারা আরো বলেন- “ত্রাণ বিতরণের প্রথম পর্যায়ে উপজেলার সাড়ে ১৬ হাজার পরিবারকে ৩৮ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর শাল্লা সফরকালে স্থানীয় সাংসদ এ বরাদ্দ ৫০ কেজি ও ১৫শ’ টাকা বৃদ্ধির আবেদন করেছেন।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজউদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, পৌর কাউন্সিলর সোহেল চৌধুরী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn