দেশের ইতিহাসের সাথে ছাত্রলীগ নাম জড়িত-প্রতিমন্ত্রী মান্নান।
সুনামগঞ্জ :: বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন‚ দেশের ইতিহাসের সাথে ছাত্রলীগ নামটি জড়িত। আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের রাজনীতি দেখভাল করেন। উনার কঠোর নির্দেশ ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের অপরাধ কর্মকান্ড করা যাবে না। দেশের প্রতিটি ক্রান্তিকালেই ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে ছাত্রলীগ। ইতিহাস ঐতিহ্যে ভরপুর জাতির জনকের স্বপ্নের সংগঠন ছাত্রলীগই দেশের নেতৃত্ব দেবে। এখান থেকেই তৈরী হবে সোনার বাংলার কারিগর, অতীত ইতিহাস তাই বলে। জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফ-উল-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।
জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপন, মাসকাওয়াত জামান ইন্তি ও আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, আ.লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম শেফু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নবনী কান্ত দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কল্লোল চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, সাবেক ছাত্রলীগ নেতা ও দপ্তর সম্পাদক লিটন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা ও সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ও সহ-সভাপতি মোজাহার হোসেন, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।
আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সদস্য মাজেদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের ও কলেজ ছাত্রলীগ এবং পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফ-উল-আলম, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপন ও মাসকাওয়াত জামান ইন্তির নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।