এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি সিলেট বিভাগে। এর অন্যতম কারণ অভিবাসী। দেশের অন্য অঞ্চলের তুলনায় এ অঞ্চলের অভিবাসীর সংখ্যা বেশি হওয়ায় দিন দিন এর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা দ্রুত গণসচেতনা সৃষ্টির দাবি জানিয়েছেন। রোববার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ আয়োজিত ‘অভিবাসী ও স্বাস্থ্য’ শীরষক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা এসব তথ্য তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মো. আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ’র এইচআইভি স্পেশালিস্ট ডা. জিয়া উদ্দিন, ইউনিসেফ সিলেটের প্রধান ফিল্ড অফিসার কাজি দিল আফরোজা ইসলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্টেটিক্স এন্ড গাইনোকলজি বিভাগের প্রধান প্রফেসর ড. দিলীপ কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম হোসেন  ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম।  বক্তারা বলেন, সিলেট বিভাগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৪শ জন এইচআইভি ভাইরাসে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। চিহিৃত করা যায়নি এমন আরো ৩ শতাধিক রয়েছেন বলেও জানান চিকিৎসকারা।  আবার সিলেট বিভাগের মধ্যে কানাইঘাট উপজেলায় এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ১০৭ জনকে ইতিমধ্যে তারা চিকিৎসা দিচ্ছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn