বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে ভারতের সঙ্গে কোনো চুক্তি করবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের তিন দিন আগে বুধবার তিনি তার কার্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না। আগামী শনিবার চার দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন শেখ হাসিনা। এই সফরে ভারতের সঙ্গে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ১৯৯৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং তার আগে মুজিব-ইন্দিরা চুক্তির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এক সময় বিএনপি নেতারা এটাকে গোলামীর চুক্তি বলত। তারপর দেখা গেল, সেই চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশ লাভবান। গোলামী না, বরং অনেক জমি অনেক কিছু বাঙালিরা পেয়েছে।

আওয়ামী লীগের আমলে ছিটমহল সমস্যার সমাধানের কথা উল্লেখ্য করে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে এই চুক্তির কথা একবারের জন্য ভারতের কাছে তুলে ধরেছে কি? সাহসই পায়নি।এরপর জেনারেল এরশাদ ক্ষমতায়, সেও কোনো দিন তোলেনি। তাহলে দালালীটা কে করেছে? নিজেরা করতে পারবে না। আবার অন্যরা করতে গেলে শর্ত দিবে, তা হয় না। জঙ্গি দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে এই বাহিনীর অভিযান নিয়ে প্রশ্ন তোলার সমালোচনাও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক শহীদুল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn