দেশে অসাংবিধানিক শাসন আসলে একটি মহলে’র গুরুত্ব বাড়ে-প্রধানমন্ত্রী
মৃত্যুতে আমি ভয় পাই না- প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, মৃত্যুতে আমি ভয় পাই না। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমি সাহস নিয়ে দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এ জন্যই আমাকে হত্যার উদ্দেশ্যে বুলেট-গুলি, গ্রেনেড হামলা, বড় বড় বোমা পুঁতে রাখা হয়। তবুও আমি মরি না। আল্লাহ আমাকে কীভাবে যেন বাঁচিয়ে রাখেন। হয়তো পরম করুণাময় আল্লাহতায়ালা দেশের মানুষের জন্য কোনো ভালো করাবেন। তিনি বলেন, কী পেলাম আর কী পেলাম না- সেই হিসাব আমি মেলাই না। বরং দেশের জন্য কী করতে পারলাম, দেশের মানুষকে কতটুকু শান্তি, স্বস্তি ও উন্নতি দিতে পারলাম, সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা।
এমপিওভুক্তির সিদ্ধান্ত আগামী বাজেটেই-তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্কুল-কলেজ সরকারিকরণ বা এমপিওভুক্ত নীতিমালার ভিত্তিতেই হবে। কোন স্কুলে ছাত্র-ছাত্রী কত, শিক্ষার মান কেমন, শিক্ষকদেরও যোগ্যতা কেমন এবং স্কুলটি জাতীয়করণের যোগ্য কি না তা দেখতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্ত করণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। আমরা নীতিমালার ভিত্তিতেই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে যাচ্ছি। বিষয়টি আমরা নিশ্চয়ই বিবেচনা করবো এবং পরবর্তী বাজেট যখন আসবে তখন সিদ্ধান্ত নিতে পারবো।
বঙ্গবন্ধু সেতুতে পৃথক রেল সেতু নির্মাণ প্রকল্প-সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বঙ্গবন্ধু সেতুতে ডুয়েলগেজ রেললাইনসহ পৃথক রেল সেতু নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এলাকার জনগণের উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।
বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার অবস্থান পুনর্ব্যক্ত করেছে-সরকারি দলের মোঃ আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্বের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার ব্যাপারে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র জেরুজালেমকে কেবলমাত্র ইসরাইলের রাজধানী ঘোষণা করায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। শেখ হাসিনা বলেন, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী জেরুজালেমের আইনগত অবস্থান রক্ষায় সরকার সর্বদা গুরুত্বারোপ করে এসেছে।