দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটি স্থাপনে ভাগের ৩শ’ টাকা আদায় করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ছিদ্দেক আলী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাত পৌণে একটার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যবরণ করেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহত ছিদ্দেক আলী ওই গ্রামের মৃত হাছন আলীর পুত্র। এ ঘটনায় নিহতের ভাতিজা ছাদিকুর রহমান (পিতা- নুরুল ইসলাম) বাদী হয়ে একই গ্রামের ইছবর আলী ওরফে কালা মিয়ার ছেলে সুন্দর আলী (৫০) কে প্রধান আসামি করে ৮জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা (নং- ২০, তাং-২৯/০৫/২০২১) দায়ের করেন।
শনিবার মামলার প্রধান আসামি সুন্দর আলী ও তার স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছিদ্দেক আলী ও প্রতিপক্ষ সুন্দর আলী গংরা একই গোত্রের একই বাড়ির লোক। দীর্ঘদিন ধরে জমিজমা, বাড়ির সীমানাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল তাদের মধ্যে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিদ্য্যুতের খুঁটি স্থাপনে ভাগের মাত্র ৩শ’ টাকা আদায় করাকে কেন্দ্র করে উভয় পক্ষে দফায় দফায় চরম উত্তেজনা ও বাক-বিতন্ডা দেখা দেয়। এসব বিষয়াদি নিয়ে একাধিকবার সালিশ বসেও কোনো নিস্পত্তি হয়নি। শেষমেষ বৃহস্পতিবার বিকালে বাক-বিতন্ডার এক পর্যায়ে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। সংঘর্ষে উভয় পক্ষের ৪-৫জন গুরুতর আহত হন। শনিবার ভোর রাতে গুরুতর আহত ছিদ্দেক আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, হত্যা মামলার প্রধান আসামি সুন্দর আলী ও তার স্ত্রী ৭ নং আসামি ফাতেমা বেগমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ টি পড়া হয়েছে :
৭৯ বার