দোয়ারা বাজার:: র্যাবের অভিযানে দুই সাইবার প্রতারক আটক
বার্তা ডেক্সঃঃ: র্যাব ৯ এর অভিযানে দুই সাইবার ও বিকাশ প্রতারককে আটক করা হয়েছে । ৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার র্যাবের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আটককৃতরা হলো সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার আমবাড়ি এলাকার মান্নারগাওয়ের মিরাশ আলীর ছেলে মামুন মিয়া (২০), ও একই এলাকার গোপালপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে আফজাল হোসেন (২০) । এর মধ্যে জাবের আহমদ নামের আরেকজন প্রতারক আটকের বিষয়টি প্রক্রিয়াধীন । র্যাব ৯ এর পক্ষে লিখিত বক্তব্য রাখেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরিফুল ইসলাম । লিখিত বক্তব্যে তিনি বলেন, এই চক্র বেশ কয়েক দিন থেকে মানুষের ফেসবুক একাউন্ট হ্যাকড করে, বিকাশ নাম্বার ক্লোন করে নানা ভাবে প্রতারনা করে টাকা সংগ্রহ করছিল । ভিকটিমের অভিযোগের ভিত্তিতে র্যাব বিকাশে টাকা উত্তোলনের সূত্র ধরেই নগরীর চৌকিদেখি এলাকা থেকে তাদের দুজনকে আটক করে । এই প্রতারক চক্রের আরেক সদস্য আটকের বিষয়টি প্রক্রিয়াধীন । তিনি জানান তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন ।