ছাতক  ::  দোয়ারাবাজার উপজেলায় বিয়ের দিনেই প্রসবব্যথা ওঠার পরদিন সন্তান জন্ম দিয়েছেন এক কনে। এ নিয়ে চলছে আলোচনার ঝড়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলার ১৫নং ওয়ার্ডে এক পুত্র সন্তানের জন্ম দেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের ৩৮ বছর বয়স্ক বাবলি বেগম (ছদ্মনাম)। বাবলির প্রথম স্বামী প্রায় ৯ বছর আগে মৃত্যুবরণ করেন। এই দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। জানা যায়, সম্প্রতি অন্তঃস্বত্তা হয়ে পড়েন বাবলি বেগম। এ বিষয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গ্রামে বাবলির ভাসুরের বাড়িতে বৈঠক বসে। সেখানে নিজের অনাগত সন্তানের বাবা হিসেবে ঘিলাছড়া গ্রামের ধন মিয়ার নাম বলেন বাবলি। ধন মিয়া চার ছেলে ও দুই মেয়ের জনক। ওই বৈঠকে ধন মিয়া নিজেই স্বীকার করেন, বাবলির ঔরসে থাকা সন্তানটি তার। পরে বৈঠকে থাকা মুরব্বিরা বাবলির সাথে ধন মিয়ার বিয়ে ঠিক করেন ২৪ জানুয়ারি। কিন্তু ওইদিন বাবলির প্রসবব্যথা শুরু হলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, হাসপাতালে যাবতীয় ব্যয় বহন করছেন ধন মিয়া। নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn