দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভিজিএফ’র চাল বিতরণ না করায় দ্বন্ধ দেখা দেয়ায় ইউপি সচিব লাঞ্চিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। জানা যায়, ইউপি সচিব অনুপস্থিত থাকায় মঙ্গলবার নরসিংপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা সম্ভব হয়নি। দিনভর অপেক্ষার পর অপরাহ্নে শ’শ’ ভিজিএফ কার্ডধারীরা বিফল মনোরথে শূন্য হাতে বাড়ি ফিরেন। বিকালে ইউপি সচিব টিটু রঞ্জন দাস নিজ কার্যালয়ে উপস্থিত হলে তার সাথে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই শামীম সচিব টিটু রঞ্জন দাসের উপর চড়াও হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বলেন, মাস্টাররুলের ফাইলপত্র ও কক্ষের চাবিসহ সচিব টিটু রঞ্জন দাস অফিসে অনুপস্থিত থাকায় দীর্ঘ প্রতীক্ষার পর আমার শ’শ’ ভিজিএফ কার্ডধারীরা খালি হাতে বাড়ি ফিরে যান। এ নিয়ে সচিবের সাথে আমার বাক-বিতন্ডা হয়েছে। এ বিষয়ে সদস্য-সদস্যাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn