দ. বড়দল ইউনিয়নে ভিজিএফ তালিকায় অনিয়মে’র অভিযোগ
রাজন চন্দ-
তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নে হাওরপাড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ভিজিএফ তালিকা প্রনয়নের স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বড়দল দক্ষিন ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগটিতে ১০ জনের স্বাক্ষর সহ সরজমিনে হাজির হয়ে অভিযোগ করেন ওয়ার্ডবাসী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়,বড়দল দক্ষিন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য তাজুল ইসলাম ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রনয়নে তার নিজের আত্মীয় স্বজন ও নির্বাচনকালে তার পক্ষে থাকা লোকজন ছাড়া অন্য কাউকে তালিকাভুক্ত করেনি। স্বজন-প্রীতির মাধ্যমে ইউপি সদস্য তাজুল ইসলাম তার স্বজনদের একই পরিবারে একাধিক ব্যাক্তিকে তালিকাভুক্ত করেছেন । এছাড়াও অজ্ঞাত পরিচয়ে অনেকের নাম ভিজিএফ তালিকায় উঠিয়ে বরাদ্দকৃত চাল ও টাকা ইউপি সদস্য নিজেই আত্মসাত করেছেন।
অভিযোগে প্রমানস্বরুপ উল্লেখ্য যে, ৮ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত কুকুরকান্দি গ্রামের মৃত জাহের আলীর পুত্র শফিকুল ইসলাম,ভিজিএফ তালিকায় ক্রমিক নং-২৩১৪(১০৫)। সেই সাথে তার স্ত্রী হাসিনা বগেম ভিজিএফ তালিকায় ক্রমিক নং ২২৯২(৮৩),সেই সাথে তার মেয়ে সুমাইয়া আক্তার সুমা ভিজিএফ তালিকায় ক্রমিক নং ২৩১৪(১০৭)। তার ছেলে কলেজ ছাত্র রেজাউল করিম যার ভিজিএফ ক্রমিক নং ২৩১৬(১০৭)। অর্থাৎ একই পরিবারের ৪ জনের নামে ভিজিএফ এর অন্তর্ভক্ত করা হয়েছে। এবং ইতিমধ্যে তারা এই সুবিধাটুকু গ্রহন করেছেন। একই ভাবে উল্লেখ্য এক পরিবারের একাধিক ব্যাক্তিকে সুবিধা দেওয়া হয়েছে এরকম অনেকগুলো পরিবার রয়েছে। অভিযোগকারিরা ভিজিএফে তালিকা বহির্ভুত কৃষকদের তালিকা ভুক্ত করা সহ অনিয়ম দুর্নীতি ও স্বজন-প্রীতির সাথে জড়িত ইউপি সদস্য তাজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য তাজুল ইসলাম জানান,আমার বিরুদ্ধে ভিজিএফ তালিকা প্রনয়নে স্বজনপ্রীতির ও অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যমুলক এবং মিথ্যা।