ধর্মপাশায় জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা শেষ!
ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা তিন ঘন্টার পরিবর্তে আড়াই ঘন্টা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আধাঘন্টা সময় কম পাওয়ায় পরীক্ষার্থীদেরকে চাপের মধ্যে থেকে পরীক্ষা দিতে হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি পরীক্ষার্থী বেশি হওয়াতে এমনটি হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়েছে। জানা যায়- সকাল নয়টা থেকে সাড়ে এগারটা পর্যন্ত অষ্টম ও দশম শ্রেণি, বেলা বারটা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত সপ্তম ও নবম শ্রেণি, বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার নবম শ্রেণির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে প্রশ্নপত্র থেকে একটি প্রশ্নের উত্তর না দিতে বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়। ফলে ওই পরীক্ষার্থীরা পূর্ণমানের উত্তর দিতে পারেনি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা চিনু রাণী সরকার বলেন, ‘শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এবং জায়গা কম থাকায় তিন শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই সময় কমিয়ে দেওয়া হয়েছে। ফাইনাল পরীক্ষা দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। তখন এই সমস্যা থাকবে না।’ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখবো।’