ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সাকিবের
এতে তিনি আরও বলেন, একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এ নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে, বলেন অলরাউন্ডার সাকিব। মনে রাখবেন, আজকে আমরা যদি বর্বর এ আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এ নির্মমতার ভুক্তভোগী, বলেন তিনি।
প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গত ২ সেপ্টেম্বর রাতে ১৪/১৫ জন যুবকের একটি দল দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। ঘটনাটি বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালে থাকার পর ফেসবুকের মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ে। বর্বর এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার থেকেই সারা দেশ ফুঁসে উঠেছে। চলছে প্রতিবাদ। ‘মানুষ তুমি চুপ কেন’—এমন স্লোগান দিয়ে পথে নেমেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রতিবাদ। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার রেশ থাকতেই এমন ঘটনা বাড়িয়ে দিয়েছে বিবেকবান মানুষের উদ্বেগ। এছাড়া সম্প্রতি এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাও ঘটেছে পূর্বপশ্চিমবিডি