নবীনগরে অগ্নিকান্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই
শহরের নবীনগরে অগ্নিকান্ডে ৩টি বসত বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১৬ মে) বিকাল সোয়া ৩টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে পাড়ার বাবুল বর্মণের বাড়ির গ্যাসের চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রাজন পাল জানান, ঘরে তার নগদ এক লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, কাপড়সহ আসবাবপত্র ছিল। কিছুই বের করে আনতে পারেননি তিনি, সবকিছুই চোখের সামনেই পুড়ে ছাই হয়েছে। অন্য দুই পরিবারের লোকজনও কিছুই ঘর থেকে বের করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণ করেন। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, পাশাপাশি বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’