নিউইয়র্কের প্রতারক নাজমুল হুদার ঈদ বখশিশ পেলেন সাংবাদিকরা!
সাবেদ সাথী-
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাংবাদিকদের ঈদ বকশিশ দিচ্ছেন দুই সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির ঈদ আনন্দ কেড়ে নেওয়া বিমানের টিকেট জালিয়াতির হোতা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসের মালিক বিশ্ব প্রতারক নাজমুল হুদা। ঈদের এক সপ্তাহ আগে থেকেই নিউ ইয়র্কের মিডিয়াকর্মিদেরকে ঈদ বকশিশ দেওয়া শুরু করেছেন এবং এখনো তা অব্যাহত রয়েছে। ছোট বড় ও মাঝারি তিন শ্রেণিতে সাংবাদিকদের ভাগ করে বিভিন্ন অংকের বকশিশ দেওয়া হচ্ছে বলে খরব পাওয়া গেছে। মোটা অঙ্কের বকশিশ পেয়ে নিউ ইয়র্কের বহুল প্রচারিত বেশ কয়েকটি সাপ্তাহিক পত্রিকাসহ প্রিন্ট ও ইলেক্টোনিক্স মিডিয়ার সাংবাদিকরা বিমানের টিকেট জালিয়াতির মহা কেলেঙ্কারির হোতা ও বিশ্ব প্রতারক নাজমুল হুদার কোন খবর প্রকাশ থেকে বিরত রয়েছেন। আবার কিছু পত্রিকা নাজমুল হুদাকে সন্তষ্ট করতে তোষামোদি সংবাদ প্রকাশ করেছেন। এ বিষয়টি নিয়ে নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসীদের মাঝে আলোচনার ঝড় বইছে। চায়ের টেবিলে বাংলাদেশিদের আলোচনার খোরাকে পরিণত হয়েছে এ সংবাদটি।
জানা যায়, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিস নামক এ সংস্থাটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের কাছে বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট বিক্রি করে আসছিল। এবারে ঈদুল ফিতরের কয়েকমাস আগে থেকেই মূল্য হ্রাসের বিজ্ঞাপন দিয়ে সস্তায় টিকেট বিক্রির ঘোষণা দেয়। ফলে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, জর্জিয়া, কানেকটিকাট, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, ম্যাসাচুসেটস ও টেক্সাসের প্রবাসীরা টিকেট কিনতে হুমড়ি খেয়ে পড়ে। আর এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়েছেন জ্যাকসন হাইটসের ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসের মালিক নাজমুল হুদা।
তিনি নিউ ইয়র্কের বাইরের অঙ্গরাজ্যগুলির যাত্রীদেরকে টিকেটের মূল্য তার ব্যাংক হিসান নম্বরে জমা দিতে বলেন। যাত্রীদের অনুরোধে সংশ্লিষ্ট বিমানে টিকেট বুকিং না দিয়ে তিনি কয়েক মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন বলে ইভিযোগ উঠেছে। বাংলাদেশগামী শতশত যাত্রীর অব্যাহত অভিযোগ ও অর্থ ফেরতের দাবিতে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসের নিউ ইয়র্কের জামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন ও জ্যাকসন হাইটস এবং জর্জিয়া আটলান্টার একটি শাখা বন্ধ করে কর্মকর্তা ও কর্মচারিরা উধাও হয়েছেন। তাদের কাউকেই আর খুঁজে পাচ্ছেন না যাত্রীরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঈদের মৌসুমে মোটা অংকর অর্থ আত্মসাতের পর আবারো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসের মালিক নাজমুল হুদা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। এর আগেও একবার তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। অপর দিকে অবৈধ বা কাগজপত্র বিহীন প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার প্রলোভন দিয়ে ইমিগ্রেশনের ভূয়া কাগজপত্র তৈরি করতেন এবং এসব প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছিল এফবিআই। এ মামলায় তিনি আদালতে দোষী সাব্যস্তও হয়েছিলেন। ছাড়া পেয়ে তিনি আবারো একই ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নাজমুল হুদার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নূরুল হুদার আপন ভাই। আর্থিক লোকসান দেখিয়ে বাংলাদেশ বিমানের ঢাকা-নিউ ইয়র্ক রুট বন্ধ হয়ে যাওয়ার জন্য বিমানের একমাত্র ট্রাভেল এজেন্ট ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিসের মালিক এই নাজমুল হুদাই দায়ী বলে সচেতন প্রবাসীরা দাবি করেন।