নিজস্ব ক্যাম্পাসে না গেলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ঢাকা: যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি এবং একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে সেসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রাজধানীর ভাটারা থানাধীন মাদীনী এভিনউয়ে নিজস্ব ক্যাম্পাসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।সমাবর্তন বক্তব্য রাখেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান সমাবর্তনে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যারা একান্তই নিজেরা কোনো অসৎ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় চালাতে চান, আইন-বিধিমালা মানতে চান না, তাদের সাহায্য-সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখতে পারবো না, তাদের আইনি পথে বাতিল করতে বাধ্য হবো। তরুণ, মেধাবী, কোমলমতি, প্রাণবন্ত ও সসম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান নুরুল ইসলাম নাহিদ বলেন, তরুণদের অনুপ্রেরণা, স্নেহ-মায়া-মমতা দিয়ে সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করে সুপরিচালিত করবেন।