২০১৬ সাল থেকে এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এক হাজার তিনশ’ কোটি ডলার খরচ করেছে বাজারের শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুক। নিজস্ব প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাব সম্পর্কে জেনেও ফেইসবুক সেগুলো সমাধানের চেষ্টা করে না– সম্প্রতি এমন অভিযোগ ওঠার পর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন খাতে এই ব্যাপক বিনিয়োগের দাবি করেছে প্রতিষ্ঠানটি। রয়টার্স জানিয়েছে, পাঁচ বছর আগে এই দুই খাতে ১০ হাজার কর্মী থাকলেও, বর্তমানে ৪০ হাজার কর্মী ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে মঙ্গলবার দাবি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফেইসবুকের অভ্যন্তরীণ নথি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটির কার্যপ্রণালী নিয়ে নানা প্রশ্ন তুলেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, কিশোর বয়সীদের উপর ইনস্টাগ্রাম অ্যাপের নেতিবাচক প্রভাবের বিষয়টি আগে থেকেই জানা থাকলেও সেটি নিরসনে কোনো কার্যকর চেষ্টাই করেনি ফেইসবুক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn