নির্ধারিত তারিখেই নির্বাচন হবে: থেরেসা মে
লন্ডন : লন্ডনে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রচারণা সাময়িক বন্ধ করেছে ব্রিটেনের রাজনৈতিক দলগুলো। তবে, আগামী বৃহস্পতিবার নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। নিরপরাধ ও নিরস্ত্র মানুষদের ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অনেক হয়েছে, আর নয়!’ ব্রিটেনে সর্বশেষ সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়। শনিবার স্থানীয় সময় রাত দশটায় লন্ডন ব্রিজে পথচারীদের উপর একটি সাদা ভ্যান উঠিয়ে দেয় একদল সন্ত্রাসী। তারপর ভ্যান থেকে তিনজন সন্ত্রাসী নেমে গিয়ে নিকটস্থ বরোহ মার্কেটে হামলা চালায়। ছুরি দিয়ে আক্রমণ চালাতে থাকে। নকল বোম্ব ভেস্ট পরিহিত তিনজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে পুলিশ।
হামলায় জড়িত তিন সন্ত্রাসী কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সেটা এখনো নিশ্চিত না হলেও তথাকথিত ইসলামিক স্টেইট বা আইএস সমর্থকগোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ লন্ডন হামলায় উল্লাস প্রকাশ করেছে। গত তিন মাসে এটা হলো তৃতীয় বড় সন্ত্রাসী হামলা। এতে ব্রিটেন বেশ কঠিন সময়ে যাচ্ছে সেটা সহজেই অনুমেয়। বিশ্ব নেতারা লন্ডন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন গত ২২ মে ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত ও ১১৬ জন আহত হন। গত ২২ মার্চ পার্লামেন্টের কাছে সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ ৬ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন। সূত্র: বিবিসি