সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা পরই পদত্যাগ করেছেন ম্যাগদালিনা অ্যান্ডারসন। বুধবার সন্ধ্যায় সংসদে ‘বাজেট ডিফিট’ এবং দুই দলীয় সংখ্যালঘু সরকারে জোট শরিককে হারানোর পর তিনি পদত্যাগ করেন। বৃটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে বলা হয়- এক সংবাদ সম্মেলনে ম্যাগদালিনা অ্যান্ডারসন বলেন, “আমার জন্য এটা সম্মানের, তবে আমি এমন কোনো সরকারকে নেতৃত্ব দিতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো কারণ থাকতে পারে”।
উল্লেখ্য, সম্প্রতি সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভান পার্লামেন্টে আস্থা হারিয়ে পদত্যাগ করেন। বুধবার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সুইডেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগদালিনা অ্যান্ডারসনকে ভোট দিয়েছিলেন।
সংবাদ টি পড়া হয়েছে :
১৬৭ বার