ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে এখন নেইমার। বার্সা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেওয়াটা ব্রাজিলিয়ান তারকার জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে, এ নিয়ে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফুটবল নক্ষত্র নেইমারকে স্বাগত জানাতে প্রস্তুত প্যারিস। সেখানকার ফুটবল প্রেমীদের মধ্যে চলছে অন্যরকম এক উৎসব। অপর দিকে, মাতম চলছে কাতালান শিবিরে। বিষয়টি যেন মেনেই নিতে পারছেন না বার্সা ভক্তরা। আর তারই জের ধরে ন্যু ক্যাম্পের বাইরে নেইমারকে বিশ্বাসঘাতক ও ভাড়াটে সম্বোধন করে পোস্টার লাগিয়েছে বার্সার সমর্থকরা।নেইমারের ছবি সম্বলিত সেই পোস্টারে লেখা রয়েছে, ‘ওয়ান্টেড : বিশ্বাসঘাতক, ওয়ান রেডস। ভাড়াটেদের অবশ্যই যেতে হবে। বার্সেলোনা কেবল সেইসব খেলোয়াড়দের যারা শার্টকে ভালোবাসে। ’
এদিকে, বুধবারও বার্সার অনুশীলন মাঠে এসেছিলেন নেইমার। তবে অনুশীলন করেননি। ৪০ মিনিটের মতো সেখানে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। এ ব্যাপারে বার্সার এক মুখপাত্রের বরাত দিয়ে ইএসপিএন’র খবরে বলা হয়, ‘প্রত্যাশা অনুযায়ী নেইমার ট্রেনিংয়ে এসেছিলেন। ক্লাব ছাড়ার ইচ্ছা থাকায় সে তার টিমমেটদের বিদায় বলে দিয়েছে। এ পরিস্থিতিতে কোচ তাকে অনুশীলন না করার অনুমতি দিয়েছেন। ’ উল্লেখ্য, নেইমারের এজেন্ট ইতোমধ্যে প্যারিসে পৌঁছেছে। কাতালান ক্লাব বার্সেলোনাও নেইমারকে তার দল বদলের আনুষ্ঠানিকতা সারতে ছুটি দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn