নেকাব ও কুরআন নিষিদ্ধ করল অস্ট্রিয়া
মুসলিম নারীদের জন্য মুখ আবৃত করে রাখা নেকাব এবং মানুষের মধ্যে কুরআন বিতরণ করা নিষিদ্ধ করেছে অস্ট্রিয়া সরকার। বৃহস্পতিবার (১৮ মে) দেশটির সংসদে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়। এ নিষেধাজ্ঞা মুসলমানদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মানলেও সরকার বলছে, শরণার্থীদের চিহ্নিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে জরিমানার কথাও বলা হয়েছে সংসদে পাশ হওয়া ওই বিলে। নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের এ জন্য ১৫০ ইউরো বা ১৬৬ ডলার জরিমানা দিতে হবে। সালজবার্গ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানী ফরিদ হাফেজ বলেন, “এটি মুসলমানদের উপর নিষেধাজ্ঞা আরোপের সর্বশেষ পদক্ষেপ। ২০১৫ সালে জার্মানি ৬ লক্ষ মুসলমানদের জন্য বিল পাশ করেছিল যে, ইমাম হতে গেলে জার্মান ভাষা জানতে হবে।”
বেলজিয়াম ভিত্তিক মুসলিম উইমেনস লয়ার্স ফর হিউম্যান রাইটস এর সভাপতি কিম লিওয়র সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “আদালতের উচিত ছিল মুসলিম নারীদের প্রতি একাধিক বৈষম্যমূলক আচরণ বন্ধে পদক্ষেপ নেয়া এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। কিন্তু তারা সেটা করলো না।”এদিকে, সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে অস্ট্রিয়ার মুসলিমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীদের মধ্যে হিজাব পরিহিত মুসলিম নারীরাও ছিলেন। সূত্র: আল জাজিরা