পদক্ষেপ এনজিওর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে প্রত্যান্ত গ্রামে দুই শতাধিক ডায়াবেটিক, নাক,কান ও গলা সমস্যা জনিত নারী পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ঔষধপত্র বিতরণ করছে বেসরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সরকার ঘোষিত সাবার জন্য স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন করতে সরকারী বেসরকারী উদ্যেগের সমন্বয়ে এধরনের স্বাস্থ্যসেবা প্রতি ৩মাস পরপর করা হয়। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্দ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে সদর উপজেলার বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অদ্য শুক্রবার দিনব্যাপি এলাকার হতদরিদ্র দুই শতাধিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র বিতরণ করা হয়। কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হক, দিন ব্যপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ কে এম মফিজুল ইসলাম, সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আবুল কালাম, ডাঃ সকুমল রায় এবং চিকিৎসা সেবায় সহায়তা করেন, পদক্ষেপ স্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ। ঔষধ বিতরণ কার্যক্রমের দ্বায়িত্বে ছিলেন এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান ও স্বাস্থ্য কর্মকর্তা জাহিদ হাসান। ইতিপূর্বে পদক্ষেপ এ ধরনে ২১ টি স্বাস্থ্য ক্যাম্প সফলভাবে সম্পন্ন  করেছে। কর্মসূচীটি এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn