হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ পাউবো’র ১৪ প্রকৌশলীকে আজ দুদকে ডাকা হয়েছে।  শুক্রবার রাত সাড়ে ৮ টায় দুদক’র পরিচালক বেলাল হোসেনের      কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘হাওরে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের বিষয়ে তারা কী দায়িত্ব পালন করেছেন, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’ দুদক সুনামগঞ্জ পাউবো’র যেসব প্রকৌশলীদের আজ (শনিবার) জিজ্ঞাসাবাদ করা হবে এরা হলেন- উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান, রঞ্জন কুমার দাস, অনিক সরকার ও লিংকন সরকার। উপ-সহকারী প্রকৌশলী সজিব পাল, রফিকুল ইসলাম, মো. শাহ্ কামাল, খন্দকার আলী রেজা, নিহার রঞ্জন দাস, ইমরান সরকার, মো. মাহমুদুল করিম, ইব্রাহিম খলিলুল্লাহ্ খান, মো. মোসাদ্দেক ও মো. শহীদুল্লাহ্।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn