আগামী জুনে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় দলকে পাকিস্তানে পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি। এ তথ্য জানিয়েছেন বিসিবি’র মিডিয়া এন্ড কমিউনিকেশনস কমিটির সভাপতি জালাল ইউনুস। বিসিবি তাদের সিদ্ধান্ত জানানোর পর গত সোমবার পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছিলেন, “আমরা এখন এ সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনা করব। পাকিস্তান এরই মধ্যে অতীতে অন্তত দুইবার বাংলাদেশ সফর করেছে।” পিসিবির প্রস্তাব নাকচ করা সম্পর্কে জালাল ইউনুস জানিয়েছেন, “গত মাসে (ফেব্রুয়ারি) পিএসএল টি-টোয়েন্টি ফাইনালে আমরা বিসিবির নিরাপত্তা দলকে পাকিস্তানে পাঠিয়েছিলাম। রিপোর্ট যথেষ্ঠ সন্তোষজনক ছিল না, যে কারণে আমরা পিছিয়ে গেলাম। এমনকি আইসিসি দেশটিতে (পাকিস্তানে) ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল এবং এখনও কোনও অগ্রগতি চোখে পড়েনি তাদের।” তবে প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে হলে কোনও সমস্যা নেই বলে পিসিবিকে জানিয়েছে বিসিবি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn