পাকিস্তান সিরিজের সম্ভাব্য ভেন্যু সিলেট স্টেডিয়াম
মিরপুরের হোম অব ক্রিকেটের সংস্কার কাজ শেষ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। স্টেডিয়ামকে নতুন করে ঢেলে সাজাতে গিয়ে সময় লাগছে ক্রিকেট বোর্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জুলাই মাসের দিকে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের আগে মিরপুর স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী হবে কিনা সেটা নিশ্চিত নয়। তাই বিসিবিকে ভিন্ন ভেন্যু নিয়ে ভেবে রাখতে হচ্ছে। যদিও পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সূচি ও ভেন্যু এখনো নিশ্চিত হয় নি। আসন্ন বোর্ড সভায় এই নিয়ে আলোচনা হবে বলে জানান বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এছাড়া পাকিস্তান সিরিজে মিরপুর স্টেডিয়ামের বিকল্প ভেন্যু হিসেবে সিলেট ও চট্রগ্রামকে বিবেচনায় রাখবে বিসিবি।
তার ভাষ্য মতে, ‘ম্যাচের সূচি ও ভেন্যু আমাদের বোর্ড সভায় চূড়ান্ত হয়ে থাকে। আগামী ২২ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদের সভা নির্ধারিত আছে। সেই সভাতেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জুলাইয়ের মধ্যে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হলে ফতুল্লা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে পাকিস্তান সিরিজের ম্যাচগুলো। সঙ্গে সিলেট স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হবে।’