পাকিস্থানের নতুন মন্ত্রী পরিষদের শপথ
পাকিস্তানে শপথ নিয়েছে নতুন মন্ত্রীপরিষদ। কেন্দ্রীয় সরকারের ২৮ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মামনুন হুসেইন। নতুন প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির এই মন্ত্রীপরিষদে নতুন দায়িত্বপ্রাপ্তরা বেশিরভাগই পুরনো মন্ত্রীপরিষদের সদস্য। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্বাসি মন্ত্রীপরিষদ সদস্যদের নাম চুড়ান্ত করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বসে। পূর্ববর্তী মন্ত্রীপরিষদের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফকে দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। ইশাক দার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন চালিয়ে যাবেন। খুররাম দস্তগীর খান এর স্থানে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাচ্ছেন পারভেজ মালিক। আর খুররাম দায়িত্ব নেবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।