চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে ভারতের বিরাট ব্যবধানে হারের ঘটনায় ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী রামদাস আথাওয়ালে কোহিলি-যুবরাজদের বিপক্ষে এ অভিযোগ তুলেন।  ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী সম্প্রতি বলেন, ‘যারা পুরো টুর্নামেন্ট ভালো খেলেছে সেই ক্রিকেটাররা কীভাবে ফাইনালে ভালো করতে পারলো না।’ তিনি আরও বলেন, ‘বিরাট কোহলির মতো ক্রিকেটার- যিনি সাধারণত সেঞ্চুরি হাঁকান, এমনকি যুবরাজ অতীতে যার ব্যাট থেকে রানের বন্যা হতো- তাদের দেখে মনে হচ্ছিল হারার জন্যই খেলছেন।’ ক্রিকেটারদের খেলার এ ভঙ্গিকেই প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, ‘তাহলে কি এখানে ম্যাচ পাতানো হয়েছিল?’  তিনি দাবি করেন, ‘আমার মনে হয় তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn