সুজাদুল হক এর ফেসবুক স্ট্যাটাস থেকে–

পানির সহজসভ্যতার জন্যই হয়তো একসময় এদেশে কোন জিনিস সস্তা বুঝাতে “পানির দর” প্রবচনটির প্রবর্তন হয়েছিলো। পানির আবার দর কি? নদীমাতৃক এ ভূখন্ডে পানির অভাব? হাত বাড়ালেই পানি। মূল্য বিচারে অতি নগন্য অর্থে “পানির দর” কথাটির প্রচলন সেই সময়ের বিবেচনায় যথার্থই ছিলো। সাম্প্রতিক সময়ের চিত্র ভিন্ন। পানি এদেশে এখন বেশ মূল্যবান জিনিস। হাফ লিটার বোতলজাত খাবার পানির মূল্য পনের টাকা। তাই শাব্দিক অর্থ বিবেচনায় “পানির দর” বললে নামমাত্র মূল্য বুঝার কোন অবকাশ নাই। বরং পানির চেয়ে “ধান” অনেক সস্তা। কৃষকের উৎপাদিত এক কেজি ধান এর মূল্য এক লিটার পানির মুল্যের প্রায় অর্ধেক। প্রচলিত কৃষিপণ্য গুলোর মধ্যে ধানই সম্ভবত সবচেয়ে সস্তা পণ্য। তাই আসুন, এখন থেকে নামমাত্র মূল্য বুঝাতে – “পানির দর’ এর পরিবর্তে বলি “ধানের দর”।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn